Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

খুলনা মহানগর এবং ৯ টি  উপজেলা নিয়ে খুলনা জেলার প্রাথমিক শিক্ষা কাযর্ক্রম পরিব্যপ্ত। কয়রা, খুলনা সদর, ডুমুরিয়া, তেরখাদা, দাকোপ, দিঘলিয়া, পাইকগাছা, ফুলতলা, বটিয়াঘাটা ও রূপসা উপজেলা নিয়ে খুলনা জেলার  প্রাথমিক শিক্ষার কর্মকান্ড পরিচালিত। খুলনা জেলার ১০ টি থানা /উপজেলায় ১০ জন থানা/উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদিত পদ এবং ৪৫ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের অনুমোদিত পদ রয়েছে। বর্তমানে উপজেলা পর্যায়ে ০৯জন থানা/উপজেলা শিক্ষা অফিসার, এবং ৪৫ জন সহকারী থানা/উপজেলা শিক্ষা অফিসার কর্মরত আছেন। দাকোপ উপজেলা শিক্ষা অফিসারের ০১ পদ  শুন্য রয়েছে। খুলনা জেলায় সর্বমোট ১১৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে ১১৬০ টি প্রধান  শিক্ষক এবং ৫৭৮২ টি সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে। অনুমোদিত পদের অনুকূলে বর্তমানে ১০০৮ জন প্রধান শিক্ষক এবং ৫৪৯৩ জন সহকারী শিক্ষক কর্মরত আছেন।  ২০২২ সালে খুলনা জেলার ১১৫৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ১৬১৩৮২ জন ছাত্র-ছাত্রী রয়েছে।  সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য বিভিন্ন ক্যাটাগরীর প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ২৩৬৩১৯ জন ছাত্র-ছা্ত্রী  রয়েছে। এর মধ্যে ছাত্রী রয়েছে ১২০৭১৭ জন। করোনা পরবর্তী গত ১২ সেপ্টেম্বর ২০২১ হতে সকল প্রাথমিক বিদ্যালয় চালু হবার পর ছাত্র-ছাত্রীর উপস্থিতি প্রতিদিন গড়ে ৮৯%।